যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে নভেল করোনা ভাইরাসের কয়েকটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশে। এ নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনার নতুন ভ্যারিঅ্যান্ট বা ধরন মোট ৭০ দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। করোনা ভাইরাসের এই ভ্যারিঅ্যান্ট অতিসংক্রামক বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় খুঁজে পাওয়া করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেইনও ছড়াতে শুরু করেছে। ডব্লিউএইচও বলছে, দক্ষিণ আফ্রিকা থেকে উদ্ভূত নতুন স্ট্রেইনটি এই মুহূর্তে বিশ্বের অন্তত ৩১টি দেশে খুঁজে পাওয়া গেছে।
এ ছাড়া ব্রাজিল শনাক্ত হওয়া আরেকটি ভ্যারিঅ্যান্ট বিশ্বের আটটি দেশে ছড়িয়েছে বলে খবর পাওয়া গেছে।
তবে ডব্লিউএইচও বলছে, এসব নতুন ভ্যারিঅ্যান্টে সংক্রমণ মাত্রার ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কি না কিংবা এসব ভ্যারিঅ্যান্ট গুরুতর কি না অথবা এসব ভ্যারিঅ্যান্টের কারণে অ্যান্টিবডি নিষ্ক্রিয় হওয়ার কোনো আশঙ্কা আছে কি না, তা জানতে আরো গবেষণা প্রয়োজন।