কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হলো। ভারতের পর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই করোনার ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে এগিয়ে থাকল।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এদিন একজন নার্সসহ ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে বহুকাক্সিক্ষত করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে করোনা নিয়ন্ত্রণে বিশ্বের কয়েকটি দেশের মতো বাংলাদেশও ব্যাপক প্রস্তুতি নিয়ে করোনার টিকা কর্মসূচিতে প্রবেশ করল।
বিকেল পৌনে চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কার্যক্রমের উদ্বোধনী ভাষণে প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমার খুব ইচ্ছা ছিল টিকা নেয়ার বিষয়টি নিজ চোখে দেখার। কিন্তু করোনার কারণে আমাকে ঘরবন্দী থাকতে হচ্ছে। যারা টিকা নিচ্ছেন তাদের প্রতি আমার অভিনন্দন থাকলো। প্রধানমন্ত্রী তাদের সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেই প্রথম পাঁচজনের ওপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করবেন। পরে এই হাসপাতালেই জাতীয় তালিকা অনুযায়ী অগ্রাধিকার প্রত্যেক শ্রেণির একজন করে বিভিন্ন পেশার আরও পাঁচজনকে টিকা দেওয়া হবে। এরপরই টিকার নিবন্ধন করতে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে অ্যাপ ‘সুরক্ষা’। সেখানে টিকা নিতে ইচ্ছুক সরকারি তালিকাভুক্ত শ্রেণির মানুষ নিবন্ধন করতে পারবে।
বৃহস্পতিবার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ও টিকাদানের সার্বিক অভিজ্ঞতা যাচাই করতে পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ রাজধানীর পাঁচ হাসপাতালে। এসব হাসপাতালের ৪০০-৫০০ স্বাস্থ্যকর্মীকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে। পরে তাদের সাত দিন পর্যবেক্ষণ করবে সরকার। সে পর্যবেক্ষণের ফল অনুযায়ী সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।