জাতীয় দিবসে শিল্পার ‘মারাত্মক ভুলে’ তোলপাড়

0
16

ভারতের প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনা ঘটিয়ে বসলেন শিল্পা শেঠি। মঙ্গলবার শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে স্বাধীনতা দিবসের বার্তা দিয়ে বসেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এক সময়ের জনপ্রিয় নায়িকা হিন্দিতে টুইট করতে গিয়েই ভুলটি করে বসেন। প্রথম লাইনেই লেখেন, “স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা”। এর পরের লাইনে আবার ইংরেজিতে ‘রিপালবিক ডে’ই লিখেছিলেন শিল্পা।

ভুল বুঝতেও দেরি হয়নি, দ্রুতই পোস্টটি শুধরে ফেলেন। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। নতুন টুইটেই পুরোনো পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কেউ কেউ তার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ আবার জানতে চান, নায়িকা কোন ধরনের নেশা করেছিলেন?

একই দিন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন কারিনা কাপুর খানও। অন্তঃসত্ত্বা অবস্থায় যোগাভ্যাসের ছবি পোস্ট করেছিলেন তিনি। তাতেই নেটিজেনদের একাংশের সমালোচনার পাত্রী হন নবাবপত্নী। ভারতের বেশির ভাগ দরিদ্র নারী যেখানে সন্তান প্রসবের আগে পর্যন্ত কাজ করেন, সেখানে তার এই ‘বিলাসিতা’ করে যোগাভ্যাসের ফটোশুট নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

তবে দুই নায়িকাই কটাক্ষের কোনো জবাব দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here