চসিক নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক

0
0

ট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল ওরফে বালিকে আটক করেছে পুলিশ।

চসিকের ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে কয়েকটি কেন্দ্রে মারামারি ও ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ভাঙচুরের ঘটনার পর তাকে আটক করা হয়।

বুধবার দুপুর সাড়ে ১২টার পর ইসমাইল বালিকে আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মেহেদী হাসান।

তিনি বলেন, ‘নির্বাচনে বিশৃঙ্খলা ও ভোটকেন্দ্রে ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে আটক করা হয়েছে।’

জানা গেছে, ৩৪নং পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকার পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএম মেশিন ভাঙচুর করা হয়। সেখানে বেলা ১১টা থেকে ওই কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে চারটি বুথ আছে। সেখানে একটি ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনার পর সেখানে কয়েক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। এরপর ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে সকাল ১০টার দিকে একই ওয়ার্ডের আছাদগঞ্জ সোবহানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এই ৩৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর। বিএনপির প্রার্থী ইসমাইল বালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here