চসিক নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে: সিএমপি

0
28

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) এস এম মুস্তাক আহমেদ।

আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ কঠোর হস্তে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

লালখান বাজার এলাকায় সংঘর্ষে হতাহতের ঘটনার বিষয়ে তিনি বলেন, সবকিছু আমরা খতিয়ে দেখছি। সংঘাতের পেছনে কারা জড়িত তা চিহ্নিত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here