অর্থপাচার মামলায় এনু-রুপনের বিচার শুরু

0
39

নিজস্ব প্রতিবেদক: পৃথক দু’টি অর্থপাচার মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগের দুই নেতা এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনু ও রুপনের বাসায় অভিযান চালিয়ে র‌্যাব বিপুল পরিমান অর্থ ও স্বর্ণ উদ্বার করে। এ ঘটনায় সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাদের নামে ছয়টি মামলা হয়। ২০২০ সালের ২২ই জুলাই তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

২০২০ সালের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের থেকে গ্রেফতার হন এনু-রুপন। পরে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এই দুই ভাইকে দল থেকে বহিস্কার করে আওয়ামী লীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here