নিজস্ব প্রতিবেদক: অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা দিয়ে সদরদপ্তরে থেকেই ঢাকা বিভাগের ১৩ জেলার থানাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। কোন অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থাও নিচ্ছে উর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জানান, এর মাধ্যমে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে উঠবে। কমবে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সংখ্যা। তবে, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ৯৬ টি থানায় বাসানো হয়েছে চারপাশে ঘুরতে সক্ষম অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। প্রতিটি থানার প্রবেশ পথ, ডিউটি অফিসারের কক্ষ ও হাজতখানার সামনে বসানো এসব ক্যামেরা দিয়ে ২৪ ঘণ্টাই সদরপ্তর থেকে চলছে নজরদারী।
সিসিটিভি, মোবাইল ফোন ও ওয়্যারলেসে থানার সাথে যোগাযোগে সক্ষম এই ক্যামরার অডিও এবং ভিডিও চিত্র সংরক্ষণ থাকবে এক মাস। এরপর সেগুলো সিডিতে নিয়ে সংরক্ষণ করে রাখা হবে। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জানান, পুলিশ ও থানাগুলোর বিরুদ্ধে সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের নানা অভিযোগ রয়েছে। সেই ধারণা পাল্টে দিতে গেলো ডিসেম্বর থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি জানান, থানায় গিয়ে কেউ যথাযথ সেবা না পেলে ট্রিপল নাইনে ফোন করতে পারবেন। এরপর ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে। সিসিটিভি মনিটরিং থাকায় এরই মধ্যে পুলিশের পেশাদারি আচরণে পরিবর্তন এসেছে বলেও জানান ঢাকা রেঞ্জের ডিআইজি।
মানবাধিকার কর্মী খুশি কবীর মনে করেন, সততার সাথে প্রযুক্তির ব্যবহার হলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠা কমে যাবে। আর জনগণ সেই সুফল ভোগ করবে।
পাইলট প্রকল্প হিসেব ঢাকা রেঞ্জে স্থাপিত এই প্রযুক্তি পর্যায়ক্রমে দেশের সবগুলো থানাতে দেয়ার পরিকল্পনা রয়েছে পুলিশ সদরদপ্তরের।