চট্টগ্রামের নির্বাচন শান্তিপূর্ণ হবে; আশা কাদেরের

0
0

নিজস্ব প্রতিবেদক : ভোটের আগেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির কারচুপির অভিযোগ, দলটির হেরে যাওয়া মানসিকতার প্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (মঙ্গলবার) দুপুরে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

কাদের বলেন, চট্টগ্রামের নির্বাচন বরাবরের মতোই সরকারের হস্তক্ষেপ ছাড়া অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করুন।

সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করছে- মির্জা ফখরুলের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের মির্জা ফখরুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দেন।

বিএনপি নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। জনগণের স্বার্থে এই টিকা সংগ্রহ করা হয়েছে। কাউকে লাভবান করতে বা কারো ব্যবসায়িক স্বার্থে সরকার টিকা সংগ্রহ করেনি। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয় জানিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here