এখনও গলওয়ানে ভারত এবং চীনের সেনা বাহিনীর সংঘর্ষের রেশ কাটেনি। এর মধ্যেই এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের সেনারা। এতে ভারত ও চীনের অন্তত ২৪ জন সেনা আহত হয়েছে। ভারতীয় সেনা সূত্র দাবি করছে, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চীনা সেনা সদস্য। কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত তারা পিছু হঠতে বাধ্য হয়।
এতে সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কিছু সেনা সদস্য আহত হয় বলে জানা গেছে। তবে ভারতীয় সেনা বিবৃতি দিয়ে বিষয়টিকে ‘ছোট সংঘর্ষ’ বলে ব্যাখ্যা করা হয়েছে। তাদের দাবি, চীনর অন্তত ২০ জন সেনা সদস্য ওই সংঘর্ষে আহত হয়েছে। অপরদিকে ভারতের ৪ জন সেনা আহত হয়।
এ ঘটনার জেরে থমথমে অবস্থা বিরাজ করছে সিকিম সীমান্তে। ভারতীয় গণমাধ্যম বলছে, খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন সেনারা। গলওয়ানের সংঘর্ষের পর নাকু লা-র এই ঘটনায় ভারত-চীন সীমান্ত সঙ্ঘাত ফের ভিন্ন মাত্রা পেল। সূত্র : আনন্দবাজার পত্রিকা।