মার্কিন ঘাঁটিতে মোতায়েন হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম

0
23

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে অধিকতর নিরাপত্তার জন্য ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ইসরায়েলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেৎজকে এসব কর্মকর্তা গতকাল রবিবার বলেছেন, তারা আশা করছেন খুব শিগগিরই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আয়রন ডোম মোতায়েন করা হবে। তবে কোন কোন দেশে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি মোতায়েন করা হবে তা প্রকাশ করেননি তারা।

তারা বলেছেন, আমেরিকার সাথে গোপন চুক্তির মাধ্যমে ওয়াশিংটনকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে ইসরায়েল। যাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ইরানি হামলা থেকে রক্ষা করা যায়।
ইসরায়েলের ওই নিরাপত্তা কর্মকর্তারা আরও জানিয়েছেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতেও আয়রন ডোম মোতায়েন করা হবে। পূর্ব ইউরোপের এসব দেশে মার্কিন সেনারা রাশিয়ার হুমকির মুখে রয়েছে বলে দাবি করেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here