নিজস্ব প্রতিবেদক: পি কে হালদারের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে তিনদিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (২৫ জানুয়ারি) অবন্তিকা বড়ালকে কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। রিমান্ডে দুদক উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল অবান্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।
এর আগে গত ১৩’ই জানুয়ারি দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। এদিন বিকেলে দুদক তাকে আদালতে তুলে ৩ দিনের রিমান্ড আবেদন করলে মঞ্জুর করেন বিচারক।
পি কে হালদারের অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল অর্থ পাচারে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। এবিষয়ে আরো তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেয়া হয়েছে।