এনআরবি ব্যাংকের ৩ পরিচালককে দুদকে তলব

0
0

নিজস্ব প্রতিবেদক: এনআরবি ব্যাংকের তিন পরিচালক নাফিজ রশিদ খান, নাভিদ রশিদ খান, ইদ্রিস এবং শেয়ারহোল্ডার আমিনুর রশিদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। আজ সোমবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ লক্ষ্যে দুটি আলাদা টিমও গঠন করেছে সংস্থাটি। ইতোমধ্যে প্রাথমিক তথ্য অনুসন্ধানের কাজও শুরু হয়েছে। প্রয়োজনীয় অন্যান্য তথ্য ও দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন সংস্থার কাছে চিঠি দিয়েছে দুদক।

চিঠিতে তাদের নিজ নামে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাবের তথ্য, কেওআইসি প্রোফাইল, টিন সার্টিফিকেটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এনআরবি ব্যাংকের শেয়ারহোল্ডার আমিনুর রশিদ খান ও তার দুই সন্তান বিভিন্ন অনিয়ন ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের বিপুল পরিমাণ শেয়ারের মালিক হন। এছাড়া দুবাইতে ব্যংকের দুই পরিচালকের নামে বাল্ক ট্রেড ইন্টারন্যশনালসহ বেশকিছু কোম্পানি রয়েছে। এছাড়া তিন অভিযুক্তের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here