নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী মারুফ মিনার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর মুগদা হাসপাতালে মারা যান তিনি।
মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই বিভাগের শিক্ষার্থী ও তার বন্ধু মশিউর রহমান দীপ্ত।
জানা যায়, গত কিছুদিন থেকে নানা শারীরিক অসুস্থায় ভুগছিলেন মারুফ। দুদিন আগে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মুগদা হাসপাতালে নেন স্বজনরা। তবে গতকাল নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। একই দিন রাতেই মারা যান তিনি। মারুফের গ্রামের বাড়ি গোপালগঞ্জে, বিশ্ববিদ্যালয়ের কামালউদ্দিন হলে থাকতেন এই শিক্ষার্থী।
মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নুরুল করিম বলেন, ‘আধা ঘণ্টা হয় তার মৃত্যুর বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। কিছুদিন ধরে তিনি বিভিন্ন অসুস্থায় ভুগছিলেন বলে জেনেছি।’