করোনাভাইরাসে আক্রান্ত জিদান

0
16

ক্রীড়া ডেস্ক: নতুন বছরের শুরুটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এর মধ্যে বড় দুঃসংবাদ পেল স্প্যানিশ চ্যাম্পিয়ানরা। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির ফরাসি কোচ জিনেদিন জিদান।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। যার কারণে আলভেসের বিপক্ষে আজকের (শনিবার) ম্যাচে জিদানকে পাচ্ছেন লা লিগার বর্তমান চ্যাম্পিয়ানরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন জিদান। ফরাসি কোচের বদলে আগামী কয়েকদিন প্রথম দলটির দেখভাল করবেন সহকারী কোচ ডেভিড বেটোনি।

চলতি মাসের শুরুতেও করোনার শঙ্কায় আইসোলেশনে ছিলেন জিদান। সে সময় আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন বলে কোয়ারেন্টিনে থেকেছেন। কিন্তু এবার সত্যি সত্যি আক্রান্ত হলেন করোনায়।

ফুটবলে নতুন বছর বাজে কাটছে রিয়ালের। স্প্যানিশ সুপার কাপের সেমিতে অ্যাথেলেটিকো বিলবাওয়ের কাছে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এরপর সবশেষে গত বুধবার তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে হেরেকোপো দেল রের শেষ বত্রিশ থেকে বিদায় নেয় স্প্যানিশ ক্লাবটি। সব মিলিয়ে বেশ খারাপ সময় যাচ্ছে জিদান শিষ্যদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here