যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন জো বাইডেন। এরইমধ্যে প্যারিস চুক্তিতে ফেরাসহ ১৫টি নির্বাহী আদেশে সাক্ষর করেছেন তিনি। বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ গ্রহণের মধ্য দিয়ে বিশ্বজুড়ে গণতন্ত্রপন্থী মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মহাকাশেও জো বাইডেন-কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। নাসার নভোচারী কেট রুবিন্স ও আমেরিকার ক্রু মেম্বাররা পৃথিবী থেকে ২০০ মাইল উপরে অবস্থিত মহাকাশ স্টেশন থেকে বার্তা দেন।
শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘সেলিব্রেটিং আমেরিকা’ শীর্ষক বার্তায় কেট রুবিন্স বলেন, আমেরিকার আদর্শকে উদযাপন করা আমাদের জন্য অনেক সম্মানের। এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানের রীতির মাধ্যম আমরা দুই শতাব্দীর বেশি সময় ধরে ঐক্যবদ্ধ।