ট্রাম্পের অভিশংসন প্রসঙ্গে যা বললেন বাইডেনের প্রেস সেক্রেটারি

0
0

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। নজিরবিহীনভাবে এ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন পূর্বসুরী ডোনাল্ড ট্রাম্প।

বাইডেনের শপথের পরপরই আলোচনায় আসে ক্যাপিটলে তাণ্ডবের ঘটনায় ট্রাম্পের অভিশংসনের বিষয়টি। এ নিয়ে জবাবও দিলেন নতুন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি।

বিবিসি জানায়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিকে প্রশ্ন করা হয়—জো বাইডেন যে ঐক্যের ডাক দিয়েছেন তার মানে সিনেটের অভিশংসন শুনানি বাদ দেওয়া উচিত কি-না। জবাবে সাকি বলেন, আমেরিকান জনগণের মতোই সিনেটও একই সঙ্গে অনেকগুলো বিষয় কাজ করতে পারে।

এক সপ্তাহ আগেই ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করা হয়, যদিও সিনেটে এখনো শুনানি শুরু হয়নি। সেটি হলে এটিই হবে কোন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর বিচারের ঘটনা।

জেন সাকি বলেন, “আমেরিকান জনগণের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি তারা (সিনেট) তাদের সাংবিধানিক দায়িত্বও পালন করতে পারেন।”

যদিও তিনি জানিয়েছেন, এ মুহূর্তে নতুন প্রেসিডেন্টের দৃষ্টি রাজনীতির চেয়ে আমেরিকান জনগণের সমস্যা সমাধানের দিকেই।

এ দিকে শপথ উদ্‌যাপনের অংশ হিসেবে টিভি প্রোগ্রামে কথা বলেছেন জো বাইডেন।

তিনি বলেন, “আমরা আবারও শিখলাম যে গণতন্ত্র মহান এবং আমরা আবারও দেখলাম যে গণতন্ত্রের জয় হয়েছে।”

বাইডেন বলেন, “ইতিহাসে এমন অনেক মুহূর্ত আছে যেখানে আমরা প্রমাণ করেছি যে আমরা আমেরিকান।”

শালীনতা, মহত্ত্ব ও মহানুভবতার ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে আজকের আমেরিকা বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার বিকেলে মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা। দেখা গেছে তিন সাবেক ফার্স্ট লেডি বুশের স্ত্রী লরা বুশ, ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন ও ওবামার স্ত্রী মিশেল ওবামাকে।

সস্ত্রীক বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও ছিলেন বাইডেনের অভিষেকে। তবে ছিলেন না জীবিত সাবেক প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি বয়সী জিমি কার্টার। এ ছাড়া ঘোষণা অনুযায়ী ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্যাপিটলের মতো আরেকটা তাণ্ডব যাতে নতুন প্রেসিডেন্টের শপথের দিন না ঘটে, সেদিকে কড়া নজর ছিল মার্কিন প্রশাসনের। অভিষেক অনুষ্ঠান চলাকালীন ওয়াশিংটন ডিসিতে বন্ধ রাখা হয় সব ধরনের ফ্লাইট।

সাধারণত যেখানে হাজার হাজার মানুষ অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সেখানে বাইডেনের শপথ গ্রহণ দেখার জন্য অল্পসংখ্যক মানুষকে ক্যাপিটলের সামনের ন্যাশনাল মলে আসতে দেওয়া হয়। করোনাভাইরাস এর একটি কারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here