স্পোর্টস ডেস্ক: সরকারিভাবে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেয়া কার্যক্রম শুরু হওয়ার কথা ফেব্রুয়ারিতে। অগ্রাধিকার তালিকায় আছেন দেশের ক্রীড়াবিদরাও। তবে সরকারি টিকার জন্য অপেক্ষা না করে ক্রিকেটার ও ক্রিকেট খেলা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা করে টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে জানান, বেসরকারি উদ্যোগে ক্রয় করা টিকার চালান বাংলাদেশে আসবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে।
ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা বাংলাদেশে পৌঁছাবে বৃহস্পতিবার। সব ঠিক থাকলে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন নাজমুল হাসান।
‘ভারত সরকারের কাছ থেকে ২০ লাখ আসবে, সেটা হচ্ছে ডোনেশন। আর যেটা সরকার কিনছে ওটা ৫০ লাখ, আমার জানা মতে এটা ২৫ তারিখে আসবে। আমরা এতটুকু জানি সরকারের যে ৫০ লাখ ওখান থেকে ক্রিকেটারদের জন্য তো আছেই (বরাদ্দ)। পাশাপাশি বেসরকারিভাবে আমরা আনব। বেসরকারি টিকা ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে। তখন আসলে অবশ্য আমাদের প্রথম অগ্রাধিকার ক্রিকেটে যারা আছে তারা অবশ্যই পাবে।’
‘এখন যদি দেখি সরকার আগে আনে, আমি শুনেছি সরকারের একটা পরিকল্পনা আছে। যদি আনে ক্রিকেট খেলোয়াড়দের না পাওয়ার কোনো কারণ নেই। এখন উনারা কবে শিডিউলিং করেছেন, এটা আমি জানি না। প্রাইভেটে যদি আসে আমার ধারণা ফার্স্ট প্রায়োরিটি পাবে ক্রিকেটাররাই।’
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের মাধ্যমে বাংলাদেশে টিকা আনছে বেক্সিমকো ফার্মা। সরকারের মাধ্যমেই তা বণ্টন করা হবে। যখনই বেসরকারিভাবে টিকা বিক্রি শুরু হবে, তখনই বেক্সিমকোর মাধ্যমে টিকা কিনবে বিসিবি।