ক্রীড়া ডেস্ক: বুধবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস থাকা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সুত্র জানিয়েছে, প্রথম ম্যাচ থেকেই ডিআরএসের ব্যবহার থাকবে।
এরআগে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, ডিআরএস পরিচালনার জন্য যিনি আসবেন তিনি এখনো ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে পৌঁছাননি। করোনার কারণে ইংল্যান্ড ফেরতদের ক্ষেত্রে আছে কোয়ারেন্টিনের বিধিনিষেধ। তাই প্রথম ম্যাচে ডিআরএসের ব্যবহার নিয়ে সংশয় ছিল। তবে বেলা গড়াতেই সব সংশয় দূর করেছে। ডিআরএস পরিচালনার প্রকৌশলী ও তার সহযোগীদের গত রবিবারই বাংলাদেশে পাঠিয়েছে আইসিসি। সরকারের কাছ থেকে কোয়ারেন্টিনের শর্ত শিথিলের সংকেতও মিলেছে, যা প্রয়োগ করা হয়েছিল ব্যাটিং কোচ জন লুইসের ক্ষেত্রেও।
আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পারলে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস প্রযুক্তির আশ্রয় নেন ক্রিকেটাররা। ডিআরএসে প্রযুক্তির সহায়তায় সঠিক ও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। আধুনিক ক্রিকেটের অন্যতম বড় উদ্ভাবন বলা হয় তাই এই ডিআরএসকে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্রিকেট মাঠে সঠিক সিদ্ধান্ত গ্রহণে জনপ্রিয় এই প্রযুক্তিটি ব্যবহৃত হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে।