নিজস্ব প্রতিবেদক: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক ৩ আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সাজার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আজ সোমবার আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। তিনি বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক তিন আসামির সাজা কম থাকায় আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছেন।’
গত বছরের ২৭ অক্টোবর বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনকে ১০ বছর করে এবং ৪ জনকে ৫ বছর করে এবং এক আসামিকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ৩ আসামি।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।