ভারতে করোনা টিকা নেওয়ার পর একজনের মৃত্যু

0
0

আন্তর্জাতিক ডেস্ক :  করোনার টিকা নেওয়ার পর ভারতে একজনের মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পর উত্তরপ্রদেশের মরাদাবাদে মাহিপাল সিংহ নামে ৪৬ বছর বয়সী একজন সরকারি হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে। তবে জেলা মেডিক্যাল প্রধান কর্মকর্তা জানিয়েছেন, ঐ ব্যক্তির মৃত্যুর সঙ্গে টিকা নেওয়ার কোন সম্পর্ক নেই।

নিহত মাহিপাল সিংহ ছিলেন হাসপাতালের ওয়ার্ড বয়। ওই ব্যক্তির পরিবারের দাবি, মারা যাওয়ার আগে বুকে রক্তজমাট ও শ্বাসকষ্টের কথা জানিয়েছিল মাহিপাল সিংহ।

মরাদাবাদের মেডিক্যাল প্রধান সাংবাদিকদের বলেছেন, শনিবার দুপুর নাগাদ তাকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর রবিবার তিনি বুকে রক্তজমাট ও শ্বাসকষ্ট অনুভব করেন। আমরা তার মৃত্যুর কারণ অনুসন্ধান করছি। আমরা পোস্ট মর্টেম করবো। মনে হচ্ছে না এটি টিকা দেওয়ার কারণে। তিনি শনিবারও দায়িত্ব পালন করেছিলেন এবং কোন সমস্যা ছিল না।

নিহত ঐ ব্যক্তির সন্তান গণমাধ্যমে জানান, টিকা দেওয়ার আগে থেকে তার বাবা হয়তো অসুস্থ ছিলেন, তবে টিকা নেওয়ার পর বেশি করে অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেছেন, আমার বাবা দেড়টা নাগাদ টিকাদান কেন্দ্র ছেড়ে আসে। আমি তাকে বাড়ি নিয়ে আসি। তিনি কাশছিলেন এবং তার শ্বাসকষ্ট হচ্ছিল।

এই ব্যক্তি আরও জানান, তার বাবার হালকা নিউমোনিয়া, স্বাভাবিক কাশি এবং সর্দি ছিল। কিন্তু বাড়ি আসার পর অবস্থা বেগতিক হয়। এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here