বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

0
38

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, আকাশ ইকবাল (২৬) ও স্ত্রী হাজারিকা মায়া মিতু (২২)।

উত্তরা বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘ আজ সোমবার সকাল ৭ টার বিমানবন্দর সড়কে কাওলা পদ্মা অয়েল গেটের বিপরীত পাশে আজমেরী পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তার স্ত্রীসহ নিহত হন।

মোটরসাইকেল আরোহীর নাম আকাশ শেখ ও তার স্ত্রীর নাম মিতু। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here