চাটি মেরে লাল কার্ড দেখলেন মেসি

0
0

ক্রীড়া ডেস্ক: সেই শৈশব থেকেই বার্সেলোনার হয়ে খেলছেন লিওনেল মেসি। কিন্তু কখনই মাঠে ফুটবলে অনাকাঙিক্ষত ঘটনার জন্ম দেননি। যে কারণে সবাই কিং লিওকে একটু অন্য চোখেই দেখতো। তবে রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এ তারকা সবাইকে অবাক করার মতো ঘটনায় ঘটিয়েছেন। ম্যাচের একবারে শেষ দিকে এসে অ্যাথলেটিকো বিলবাওয়ের এক খেলোয়াড়কে চাটি মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার ৩-২ গোলে আথলেটিকো বিলবাওয়ের কাছে হেরেছে বার্সেলোনা। ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে লাল কার্ড দেখেন মেসি। মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক খেলোয়াড়ের সঙ্গে উগ্র আচরণ করে বসেন বার্সা অধিনায়ক। এই অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখানো হয়। বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন তারকার এটিই প্রথম লাল কার্ড। ৭৫৩তম ম্যাচে এসে এই স্বাদটি পেলেন তিনি। গোটা ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবার লাল কার্ড দেখলেন তিনি। ২০০৫ সালে বার্সা ‘বি’ দলের হয়ে লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন তারকা। এ ছাড়া আর্জেন্টিনার জার্সিতে লাল কার্ড দেখেছেন দুবার, এর মধ্যে রয়েছে তাঁর অভিষেক ম্যাচও।

লাল কার্ড দেখে মাঠ ছাড়া মেসির প্রতি সমব্যথী হয়েছেন বার্সা কোচ ডোনাল্ড কোমান, ‘মেসি যা করেছে, তার মর্ম আমি বুঝি। তাকে যে কতবার ফাউল করা হয়েছে, তার ইয়ত্তা নেই। বল ড্রিবল করা কাউকে বারবার ফাউল করা হলে এমন প্রতিক্রিয়াই স্বাভাবিক। তবে আমাকে এই দৃশ্যটা আবারও দেখতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here