সাংবাদিক হিলালী ওয়াদুদ আর নেই

0
33

নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের কাগজের জেষ্ঠ্য সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ৯টার দিকে হিলালীর শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে সামারা হিলালীকে রেখে গেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এমন সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিলালীর প্রথম জানাজা তার কর্মস্থল ভোরের কাগজ ভবনে, এরপর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে।

প্রসঙ্গত, তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here