জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা

0
0

নিজস্ব প্রতিবেদক : জমে উঠতে শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা। জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে যাচ্ছেন ঘরে ঘরে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে, ভোট গ্রহণ সুষ্ঠু করতে প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন।

গেল বছরের ২৯ শে মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে তা স্থগিত করেছিল নির্বাচন কমিশন। আগামী ২৭ শে জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নেমে পড়েছেন জনসংযোগে। যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থীরা।

বসে নেই কাউন্সিসলর প্রার্থীরাও। চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনি এলাকা।

প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও সুখে দুঃখে যারা পাশে ছিল তাদেরকেই ভোট দিবেন বলে মত সাধারণ ভোটারদের।

এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন ও ৪১ টি সাধারন ওয়ার্ড ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৬ জন প্রার্থী। মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। সবগুলো কেন্দ্রেই এবার ভোট নেয়া হবে ইভিএমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here