খোকনের বিরুদ্ধে আমি মামলা করিনি: তাপস

0
16

নিজস্ব প্রতিবেদক: সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে আদালতে মামলা করার সাথে নিজের কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। একইসাথে মামলার আবেদন প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার) দুপুরে পুরান ঢাকায় সাকরাইন উৎসব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস এসব কথা বলেন। তিনি বলেন, সাবেক মেয়রের বক্তব্য মানহানিকর। প্রয়োজনবোধ হলে তিনি নিজেই মানহানির মামলা করবেন।

এছাড়া সাবেক মেয়রের অভিযোগের প্রেক্ষিতে মেয়র তাপস বলেন, মধুমতি ব্যাংকের সাথে আগে থেকে দক্ষিণ সিটির লেনদেন ছিলো। অন্যন্য ব্যাংকে যেভাবে লেনদেন পরিচালিত হয়, মধুমতী ব্যাংকেও একই ভাবে দক্ষিণ সিটির লেনদেন পরিচালিত হচ্ছে। ব্যাংকের আইন মেনেই করা হচ্ছে। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

প্রসঙ্গত, সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দুটি মামলার আবেদন করা হয়। আদলত আগামী ১৯ জানুয়ারি মামলা দুটির আদেশের দিন ধার্য করেছেন। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অন্য মামলার বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম। মামলা দু’টি গ্রহণের বিষয়ে আগামী ১৯শে জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here