সাতক্ষীরায় বাস খাদে পড়ে নিহত ২

0
18

সাতক্ষীরার তালা উপজেলায় চলন্ত বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে
এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন রামপদ মণ্ডল। অন্যজনের পরিচয় জানা যায়নি।

জানা যায়, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ওই বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক শাহীন হোসেন জানান, আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি (খুলনা মেট্রো-জ-০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here