লকডাউন ভেঙে পুলিশের তোপের মুখে প্রিয়াঙ্কা

0
13
লন্ডনের এক সেলুনে রূপচর্চা করতে গিয়ে সে দেশের লকডাউন নিয়ম লঙ্ঘন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তুমুল সমালোচনায় পড়ার পাশাপাশি পুলিশের সতর্কবার্তাও পেলেন হলিউড-বলিউডের এ নায়িকা।

করোনার নতুন ধরনের সংক্রমণের কারণে সম্পূর্ণ লকডাউন ঘোষিত হয়েছে যুক্তরাজ্যে, চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এর জেরেই কাজের সূত্রে লন্ডনে আসা নিক-প্রিয়াঙ্কা আটকা পড়েছেন।

যুক্তরাজ্যে নিয়ম বলছে, ‘পারসোনাল কেয়ার সার্ভিস’ অর্থাৎ স্পা, সেলুন এগুলো বন্ধ থাকবে।

গণমাধ্যম জানায়, প্রিয়াঙ্কা বুধবার বিকেলে মা মধু চোপড়া ও নিজের পোষ্য ডায়ানার সঙ্গে সেলুনে পৌঁছান। সেলিব্রিটি স্টাইলিস্ট জোশ উডও সেখানে হাজির ছিলেন।

স্থানীয় সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে হাজির হয় পুলিশ, এবং প্রতিষ্ঠানটির মালিককে মৌখিকভাবে সচেতন করে। তবে কোনোরকম আর্থিক জরিমানা আরোপ করা হয়নি।

মেট্রোপলিটন পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ৬ জানুয়ারি বিকাল ৫টা ৪০ মিনিট নাগাদ পুলিশের কাছে অ্যালার্ট আসে নটিং হিলের ল্যান্সডাউন মেউসে এক হেয়ারড্রেসার কভিড প্রোটোকল ভাঙছেন। এরপর সেখানে কর্মকর্তারা পৌঁছায় এবং মৌখিকভাবে তাকে কভিড-১৯ প্রোটোকলের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

‘টেক্সট ফর ইউ’ ছবির শুটিংয়ে কিছুদিন আগে লন্ডন যান প্রিয়াঙ্কা, চলতি মাসের শেষেই শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে করোনার নতুন ধরনের জন্য সব পরিকল্পনা ভেস্তে গেছে। প্রোডাকশন টিমের তরফে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব সবাইকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার।

গত মাসে নিক জোনাসও এই ছবির জন্য একটি ক্যামিও চরিত্র শুট করেন। তবে প্রিয়াঙ্কার পাশাপাশি লিড রোলে দেখা মিলবে স্যাম হিউগ্যানের। এ ছাড়া থাকছেন সেলিন ডিওন ও রাসেল টোভেরা। জার্মান ছবি ‘এসএমএস ফুর ডিচ’-এর অফিশিয়াল রিমেক এই ছবি। পরিচালনা করেছেন জিম স্ট্রাউস।

এর আগে হলিউডের জনপ্রিয় সাইফাই ফ্র্যাঞ্চাইজি ‘ম্যাট্রিক্স ফোর’-এর শুটিং করেন প্রিয়াঙ্কা। এ ছাড়া সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া নায়িকার ‘উই ক্যান বি হিরোস’ দারুণ সাড়া পেয়েছে। বর্তমানে চলছে সিক্যুয়েলের প্রস্তুতি। আর মুক্তির অপেক্ষায় ‘দ্য হোয়াইট টাইগার’, এ ছবির অন্যতম প্রযোজক প্রিয়াঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here