এই মুহূর্তে দরকার হলো মিটমাট করে ফেলা: ট্রাম্প

0
0

যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবনে হামলার ঘটনার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানায়, ১২ ঘণ্টা পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়ে বুধবারের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।

এ সময় ট্রাম্প দাঙ্গাকারীদের এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে মন্তব্য করেছেন। তবে সমর্থকদের প্রশংসা করতেও ছাড়েননি তিনি।

সমর্থকদের তিনি ‘দুর্দান্ত’ বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমাদের অসাধারণ যাত্রা মাত্র শুরু হল।’

তবে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, ‘এখন কংগ্রেস নির্বাচনের ফলাফল অনুমোদন করেছে। ২০শে জানুয়ারি একটা নতুন প্রশাসনের অভিষেক হবে।’

তিনি বলেন, ‘এখন আমার লক্ষ্য হবে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে ক্ষমতা হস্তান্তর করা। এই মুহূর্তে দরকার হল নিরাময় ও মিটমাট করে ফেলা।’

ট্রাম্প এমন এক সময়ে এই কথা বলছেন যখন শীর্ষ ডেমোক্রেটিক নেতারা তাকে প্রেসিডেন্ট অফিস থেকে সরে যেতে বলেছেন। যদিও ১৩ দিন পর তার এমনিতেই পদ থেকে সরে দাঁড়ানোর কথা রয়েছে।

এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় এই প্রথম প্রকাশ্যে স্বীকার করলেন বলে মনে করা হচ্ছে। এর আগে কোনো ধরনের প্রমাণ ছাড়াই নির্বাচনের কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

এদিকে কংগ্রেসে সহিংসতার পর হোয়াইট হাউসের বেশ কিছু কর্মকর্তা পদত্যাগ করেছেন। যার মধ্যে আছেন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিক মালভেনিও। তিনি ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন।

এর আগে পদত্যাগ করেন ডেপুটি প্রেস সচিব সারা ম্যাথিউস, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম, হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিকেটা, ও ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here