কলকাতার সাংসদ নুসরাত জাহান তার এক সহশিল্পীর প্রেমে পড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। সেই সহশিল্পীর নাম যশ দাশগুপ্ত। একসঙ্গে ছবিতে কাজ করেছেন তারা। সেখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তারা। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে দুজনের কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। নায়িকা হওয়ার পাশাপাশি নুসরাত তৃণমূলের সাংসদও বটে। নায়িকা নুসরাতের ব্যক্তিগত জীবনের রদবদল তার রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে- এই আশঙ্কা তাকে আরও সাবধানী করে তুলেছে বলে মনে করছেন টলিপাড়ার অনেকে। তাদের মতে, ২০২১-এর বিধানসভা ভোটের আগে তাই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে দ্বিধাগ্রস্ত নুসরাত।
সোশ্যাল মিডিয়াতেও নেটাগরিকদের নজর এড়িয়ে যায়নি নায়ক-নায়িকার ‘পিডিএ’। গত ১৯ ডিসেম্বর নুসরাতের একটি ভিডিয়োতে ‘ইঙ্গিতপূর্ণ’ কমেন্ট করেছেন যশ। আমেরিকান গায়িকা রেচেল প্লাটেনের ‘ইফ ইওর উইংস আর ব্রোকেন’ গানের দু’টি লাইন উদ্ধৃত করে নুসরাতকে বুঝিয়ে দেন, সব পরিস্থিতিতেই নায়ককে পাশে পাবেন নায়িকা। চুপ করে থাকতে পারেননি নুসরাতও। সেই একই গানের একটি লাইনের মাধ্যমে উত্তর দিয়েছেন নুসরাত। যার সারমর্ম, ‘স্বর্গের ঠিকানা তুমি যদি না খুঁজে পাও, তোমার সঙ্গে নরকে যেতেও রাজি’। তাদের এই কমেন্ট-কমেন্ট খেলায় অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন নুসরাতের ‘বোনুয়া’ মিমি চক্রবর্তী। জুড়িকে প্রশ্ন করেছেন, দু’জনের মধ্যে এমন রসায়ন কীভাবে তৈরি হল? প্রত্যুত্তরে যশ লিখেছেন, তিনি এবং নুসরাত আসলে ‘ম্যাচ মেড ইন হেল’।
নুসরাতের ইনস্টা-প্রোফাইল খুঁটিয়ে দেখলেই বোঝা যায় তার জীবনের আচমকা পরিবর্তিত লেখচিত্র। বিবাহ-পরবর্তী সময় থেকে স্বামী নিখিল জৈনের সঙ্গে ঘন ঘন ছবি শেয়ার করে তার প্রতি অগাধ ভালবাসা বোঝাতেন নুসরাত। ২০১৯-এর ১৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক মাসে নিখিলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করতেন নুসরাত। কিন্তু বিয়ের এক বছরের মাথায় সেই ‘পিডিএ’-তে ইতি টেনেছেন নায়িকা। ২০২০ সালের ৩ অগস্ট নুসরাতের প্রোফাইলে শেষ দেখা মিলেছে নিখিলের। নুসরাতের ইনস্টাগ্রাম প্রায় ছ’মাস ধরে নিখিল-হীন থাকলেও নিখিলের সোশ্যাল কিন্তু অন্য গল্প বলছে। নুসরাতের সঙ্গে তার শেষ পোস্ট গত ২০ নভেম্বর। যা দেখেশুনে টলিপাড়ার অভিজ্ঞরা বলছেন, সম্পর্কের বাঁধন আলগা হলেও পুরোপুরি ছিঁড়ে যায়নি। নিখিলের আপাত গতিবিধি অন্তত তেমনটাই বলছে।
ঘটনাচক্রে, ৮ জানুয়ারি নুসরাতের জন্মদিন। বিশেষ দিনে কি বিশেষ মানুষের আরও কাছাকাছি হবেন নুসরাত? নিখিল-যশ-নুসরতের ত্রিকোণ কাহিনি কি নতুন কোনও মোড় নেবে?