নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি’র ১৭৮ নেতাকর্মীকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার সকালে বিচারপতি মো: হাবিবুল গণি ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন দেন। তবে, এরমধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনেরও আদেশ দেয়া হয়।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি সাংবাদিকদের জানান, উত্তরা, ধানমন্ডি, শাহবাগ ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় ১৭৮জন নেতাকর্মী ৩৬টি জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত একমাসের আগাম জামিন মঞ্জুর করেন।
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন বিকালে ঢাকার বিভিন্ন স্থানে ১০টির অধিক গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ৯টি থানায় মোট ১৬টি মামলা করে পুলিশ।
বাস পোড়ানোর ঘটনায় বিএনপিকে দায়ী করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে, বিএনপি দাবি করছে, তাদের ‘ফাঁদে ফেলতে ক্ষমতাসীনরাই’বাস পুড়িয়েছে।