বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী লিবিয়া

0
0

সরকারি সেবাখাত, স্বাস্থ্য ও বেসরকারি খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে চায় লিবিয়া। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সোমবার লিবিয়ায় বাংলাদেশি বিদায়ী রাষ্ট্রদূত শেখ ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতে এসব কথা জানিয়েছেন লিবিয়ায় আন্তর্জাতিক স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল একর্ডের (জিএনএ) পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ সায়ালা। এ খবর দিয়েছে অনলাইন লিবিয়া অবজারভার। এতে আরো বলা হয়, সোমবার ছিল লিবিয়ায় বাংলাদেশি ওই রাষ্ট্রদূতের সরকারি দায়িত্বের শেষ দিন। এ উপলক্ষে তিনি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া শাখার মতে, এ সময় দু’পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার প্রচেষ্টার প্রশংসা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here