ফাইজারের করোনা ভ্যাকসিন নিয়ে আইসিইউতে চিকিৎসক

0
14

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা নেওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন এক নারী চিকিৎসক। এই তথ্য জানিয়েছে মেক্সিকান কর্তৃপক্ষ।

মেক্সিকান কর্তৃপক্ষ বলেছে, ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর ৩২ বছর বয়সী এক নারী চিকিৎসকের হাসপাতালের ভর্তি হওয়ার ঘটনায় তারা গবেষণা চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি। টিকা নেওয়ার পর তার খিচুনি, শ্বাসকষ্ট, ত্বকে র‍্যাসের সমস্যা দেখা দিলে মেক্সিকোর নুয়েভো লেভনের রাষ্ট্রের এক সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ওই চিকিৎসকের প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে এনসেফেলোমেলাইটিস। এটি মূলত মস্তিস্ক ও মেরুদণ্ডের প্রদাহজনিত সমস্যা।

এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেক কোন মন্তব্য করেনি।

এদিকে এখন পর্যন্ত করোনায় দেশটিতে এক লাখ ২৬ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখের বেশি।

দেশটির গত ২৪ ডিসেম্বর থেকে করোনার টিকা স্বাস্থ্য কর্মীদের মধ্যে প্রদান শুরু করে। এনডিটিভি, ওয়ার্ল্ডওমিটার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here