আমরা মধ্যবর্তী নির্বাচনের নামে তামাশা চাই না : ওবায়দুল কাদের

0
33

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে কারচুপির সব রেকর্ড বিএনপির। তাদের সময় ভোটের দিন সকাল ৯টার আগেই নির্বাচন শেষ হয়ে গেছে। আমাদের সময় এটা হয় না।’

মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে বিএনপির মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা মামা বাড়ির আবদার। আমরা মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী তামাশা চাই না।’

ওবায়দুল কাদের আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি। বিশ্ব আমাদের প্রশংসা করছে।

এ সময়ে অনেক মানুষ কাজ হারিয়েছে। তাদের সবাইকে কাজ দেওয়া ও কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের আগামী দিনের বড় চ্যালেঞ্জ। সরকারের ধারাবাহিকতা অনেক দরকার।’

রাতের বেলায় ভোটের আয়োজন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা বিএনপির অভিযোগ। এ অভিযোগ নিয়ে তারা আদালতে যায় না কেন?’

বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশ করার ক্ষমতা বিএনপির নেই। তারা ঘরে বসে পুলিশের গতিবিধির খবর নেয়। রাজনীতি ফুলশয্যা নয়।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি কিছুই করতে পারেনি। একদিনের জন্যও বিএনপি মাঠ গরম করতে পারেনি।’

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here