সরকার পতনের আন্দোলনে থাকবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। আবার একই সঙ্গে আসন্ন সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মঙ্গলবার সবাইকে বিস্মিত করে দিয়ে এমন ঘোষণা দিয়েছে দলটি। জাতীয় পরিষদে তারা পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটেও চ্যালেঞ্জ জানাবে। তবে পাঞ্জাব এবং অন্যান্য প্রাদেশিক নির্বাচনে অংশ নেবে। তারা সাফ জানিয়ে দিয়েছে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) সব সিদ্ধান্ত অনুমোদন দেবে। এর অধীনে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ থেকে বিরোধী সব দল থেকে গণপদত্যাগের সিদ্ধান্ত রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
এদিন বিলাওয়াল হাউজে পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিইসি) বৈঠক বসে। সেখানে সিদ্ধান্ত হয় তারা কেন্দ্রে পিটিআই নেতৃত্বাধীন সরকার এবং অন্যান্য প্রাদেশিক পরিষদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে থাকবে। কয়েক ঘন্টাব্যাপী এই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, সহ-সভাপতি আসিফ আলি জারদারি। বৈঠকের পর সিনিয়র নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি এ সময় বলেন, সর্বদলীয় কনফারেন্স (এপিসি) থেকে যে সিদ্ধান্ত নেয়া হবে তা থেকে সরে যাবে না পিপিপি। ইমরান খান যদি ৩১ শে জানুয়ারির মধ্যে পদত্যাগ না করেন, তাহলে আমরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেব। ওদিকে এ বিষয়ে জানেন এমন সূত্রগুলো বলেছেন, পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে পিপিপির কিছু নেতা সিন্ধু প্রদেশ থেকে পদত্যাগ করার বিরোধিতা করেছেন। তারা পিটিআই নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে পার্লামেন্টে লড়াই করার প্রস্তাব দিয়েছেন। বিলাওয়াল বলেছেন, আমরা যদি সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করি তাহলে পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেট থেকে ৫ থেকে ৬ বছরের জন্য বাইরে থাকতে হবে। তাই আমরা শুধু এই সুযোগকে হাতছাড়া করতে চাই না। একই সঙ্গে আমরা সিনেট নির্বাচনে পিটিআইয়ের বিরুদ্ধে পিএমএলএন এবং অন্য দলগুলোর নেতাদের নির্বাচনে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
Home আন্তর্জাতিক সরকার পতনের আন্দোলনে থাকবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। আবার একই সঙ্গে আসন্ন...