টিভি লাইভে ভ্যাকসিন নিলেন কমলা হ্যারিস

0
12

করোনা ভ্যাকসিনের উপর মানুষের আস্থা বাড়াতে অভিনব পথে হেঁটেছেন মার্কিন প্রেসিডেন্টরা। এবার সেই পথে হাঁটলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে একটু অন্যভাবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) লাইভ টিভি অনুষ্ঠানে করোনা ভ্যাকসিন নিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিস। ভ্যাকসিন দেয়ার চলতি প্রক্রিয়ায় আস্থা রাখতে দেশের মানুষকে আবেদন করেন তিনি। কমলা যে হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন, সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ওয়াশিংটন ডিসি-র ওই এলাকাটি অ্যাফ্রো-আমেরিকানের বেশি বসবাস। এবং চলতি করোনা মহামারীতে তাঁদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুহার অত্যন্ত বেশি। আবার সমীক্ষা বলছে, তাঁদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহও সবচেয়ে কম। তাই জেনেশুনেই ওই এলাকার ইউনাইটেড মেডিক্যাল সেন্টারকে কমলা বেছে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তবে ফাইজার নয়, কমলা হ্যারিস নিয়েছেন মডার্নার টিকা।

এদিকে, বড়দিন, নববর্ষ উপলক্ষে ছুটির কারণে করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বর্তমান ও প্রাক্তন স্বাস্থ্যকর্তারা। মার্কিন প্রশাসনের সর্বোচ্চ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্টনি ফাউচি হুঁশিয়ারি দিয়েছেন, উৎসবের মরশুমে বিধি না মেনে ঘোরাঘুরির ফল মারাত্মক প্রভাব ফেলবে।

ভারতের মতো উন্নয়নশীল দেশে করোনার গ্রাফ স্বস্তি দিলেও উদ্বেগ বাড়ছে আমেরিকায়। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করতে করোনা ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নেন আমেরিকার চার প্রাক্তন প্রেসিডেন্ট। আমেরিকায় ভ্যাকসিন আসার কথা জানা গেলেও আশঙ্কার মধ্যে আছে আম-জনতা। তাঁরা মনে করছেন, ভ্যাকসিনে করোনা ঠিক হলেও, পার্শ্ব প্রতিক্রিয়ায় স্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি হতে পারে। তাই জনগণের আতঙ্ক দূর করতে এবার আসরে নেমেছেন চার প্রাক্তন প্রেসিডেন্ট- জিমি কার্টার, জর্জ বুশ, বিল ক্লিটন ও বারাক ওবামা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here