ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৭

0
0

ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়ও অনুভূত হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, শক্তিশালী এই ভূমিকম্পে ঘরের ছাদ ধসে পড়ে। রাস্তায় বিধ্বস্ত বাসাবাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরে ২০ হাজার বাসিন্দার শহর পেত্রিঞ্জা।

প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ বলেন, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা গেছে। এই সংখ্যা ‘আরও বেশি হতে পারে’।

ক্রোয়াট পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পেত্রিঞ্জায় ১২ বছরের এক বালিকা রয়েছে। পার্শ্ববর্তী গ্রামে কমপক্ষে আরও পাঁচজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

ক্রোয়েশিয়ার মাউন্টেন সার্ভিস জানায়, প্রশিক্ষিত কুকুর কাজে লাগিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই এলাকায় সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে পেত্রিঞ্জা শহরে বিল্ডিং ধসে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here