আওয়ামী লীগ কতৃত্ববাদী ও লুটপাটের দলে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

0
0

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এক সময় জনগণের দল ছিলো, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। সেই আওয়ামীলীগ আজ কতৃত্ববাদী, জনবিচ্ছিন্ন ও লুটপাটের দলে পরিণত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁয়ে তার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আছে। সেজন্যই তারা বলছে, নির্বাচন ভালো হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনেও শক্তি প্রয়োগ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যোগসাজশে স্থানীয় সরকারের আসনগুলো নিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, ২০২০ সাল সবচেয়ে খারাপ বছর দুটি কারণে, প্রথমত সরকারের কর্তৃত্ববাদী চেহারা দেখা গেছে। দ্বিতীয়ত ধর্ষণ, দুর্নীতি ও জনগণের অধিকার হরণ এবছর বেশি হয়েছে।

এই অবস্থায় ২০২১ সালে অধিকার ফিরে পাওয়ার জন্য জনগণ ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবে বলে আশা করেন মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here