রাশিয়া থেকে ইরানের টাকা চুরি!

0
0

রাশিয়ার রাজধানী মস্কোর কূটনৈতিক সদর দপ্তরের একটি বাক্স থেকে ইরানের ১০ লাখ ডলারের বেশি তহবিল চুরি হয়ে গেছে। এ ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গ্রেফতারের খবরও জানা গেছে।

আরএন টিভির এক রিপোর্টে বলা হয়, মস্কোয় কনস্যুলার পরিষেবার জন্য এই অর্থ প্রদান করেছিল তেহরান। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় তা এড়াতেই নগদ অর্থ প্রদান করা হয়।

খবরে বলা হয়েছে, রাশিয়ার অর্থবিভাগের শীর্ষ কর্মকর্তা নাটালিয়া আগলতসোভার কাছে ওই অর্থ পাঠানো হয়। সেখান থেকেই ওই ১০ লাখ ডলারের বেশি অর্থ খোয়া যায়।

আগালতসোভা বলেন, এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং অফিসের কোনো রেজিস্টার থেকে নগদ অর্থ নিয়ে সেটা পূরণ করার চেষ্টা করেন। সেইসঙ্গে নিজে সেই অর্থ পূরণের জন্য একটি ব্যাংক লোনের আবেদন করেন। কিন্তু সে আবেদনটি প্রত্যাখ্যান করা হলে তিনি এই অর্থের জন্য তাকে দায়ী করা হবে এই ভয়ে, আত্মহত্যা করার চেষ্টা করেন।

খবরে বলা হচ্ছে, আগলতসোভাকে আটক করে গৃহবন্দী করা হয়েছিল, তবে এখন তার চলাফেরায় বিধিনিষেধ আরোপ করে মুক্তি দেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি জানিয়েছে, তদন্তে জানা গেছে যে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২০১৯ সালের শেষ দিকে দিন-দুপুরে ওই অর্থ সরানো হয়।

আরটি বলেছে, এ সংক্রান্ত যে নজরদারি ফুটেজ রয়েছে, তাতে দেখা গেছে, আগলতসোভা পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছেন এবং তখন তার কাছে দুটি ব্যাগ ছিল।

মস্কোর এক বাসিন্দা, যিনি আগালতসোভার প্রতিবেশী বলে দাবি করেছেন, আরএন টিভিকে বলেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা তাকে একটি বক্স নিরাপদে রাখার জন্য দিয়েছিলেন। তদন্তকারীরা পরে সেখান থেকে ১ লাখ ৪৮ হাজার ডলার খুঁজে পান।

রুশ কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিপুল নগদ অপসারণের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here