সরকারি নীতি ভঙ্গ করে করোনাভাইরাস ভ্যাকসিন বিতরণের অভিযোগে ব্রুকলিনের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন বলে রবিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। খবর রয়টার্সের।
নিউ ইয়র্কের স্বাস্থ্য কমিশনার হাওয়ার্ড জাকার বলেন, পারকেয়ার কমিউনিটি হেলথ নেটওয়ার্ক নামের ঐ প্রতিষ্ঠানটি ‘সম্ভবত প্রতারণার মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন যোগাড় করেছে। সরকারি নীতি ভঙ্গ করে তারা এগুলো অঙ্গরাজ্যের অন্যান্য ফ্যাসিলিটিতেও পাঠিয়েছে এবং জনসাধারণের মধ্যে বিতরণ করেছে।’
তিনি বলেন, ‘এটি সরকারি পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক কারণ সামনের সারির স্বাস্থ্যকর্মী এবং নার্সিং হোমগুলোর বাসিন্দা ও কর্মীদের আগে ভ্যাকসিন দেয়ার কথা রয়েছে। আমরা এটা খুবই গুরুত্বের সাথে দেখছি এবং এ বিষয়ে অপরাধ তদন্তে স্বাস্থ্য বিভাগ পুলিশকে সহযোগিতা করছে।’
পারকেয়ার কমিউনিটি থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। গত সপ্তাহে মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে পারকেয়ার মডার্না ভ্যাকসিনের কিছু ছবি পোস্ট করে। পোস্টে তারা লেখে, তাদের কেন্দ্রগুলোতে সেদিন সকালে চিকিৎসা দেয়া হয়েছে। এর পাঁচদিন আগের এক পোস্টে তারা জানায়, নির্দিষ্ট শর্ত পূরণ করায় তাদেরকে জনসাধারণের মাঝে ভ্যাকসিন বিতরণের অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯ লাখেরও বেশি মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে। এর আগে জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দেশটি।