নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ১ জানুয়ারি

0
12

নতুন বছরের প্রথম দিনে নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন অধিবেশন ডাকলেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। গত ২০ ডিসেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের পার্লামেন্ট ভেঙে দেন।

নতুন যে নয়জন কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য এবং একজন রাষ্ট্রমন্ত্রীকে নিয়োগ করেছিলেন তাঁদের গত ২৫ ডিসেম্বর শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট। নেপাল কমিউনিস্ট পার্টি বা এনসিপি–র মধ্যে প্রচণ্ড–ঘনিষ্ঠ সদস্যরা পদত্যাগ করার পর ওই পদগুলি শূন্য হয়ে গিয়েছিল। এনসিপি–র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা নতুন করে নির্বাচনের দাবিতে নেপালের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী ওলি বলেছেন, তাঁর আশা আদালত আইনি পথেই ঠিক সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে,পুষ্প কুমার দাহালের নেতৃত্বাধীন এনসিপি–র সদস্যরা নেপালের নির্বাচন কমিশনে গিয়ে দাবি করেন সংখ্যাগরিষ্ঠতা অনুসারে তাঁদের গোষ্ঠীই সরকার গঠনে বৈধ দল। নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত এখনও জানায়নি।পার্লামেন্ট ভেঙে দেওয়ার ওলির সিদ্ধান্ত এবং তাতে প্রেসিডেন্টের সম্মতিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করে অভিযোগ করা হয়েছে অসাংবিধানিক কাজ করেছেন ওলি। এরপরই নেপাল সুপ্রিম কোর্ট এই মামলা আদালতের সাংবিধানিক বেঞ্চে পাঠিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ছয় জানুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here