চীনের কোটিপতি এক গেম নির্মাতাকে বিষ প্রয়োগে হত্যা

0
10

ক্রিসমাসের (বড়দিন) দিনে বিষ প্রয়োগ করে চীনের একজন কোটিপতি গেম নির্মাতাকে হত্যা করা হয়েছে বলে সাংহাই পুলিশ জানিয়েছে।

নিহত ৩৯ বছরের লিন কুই ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন।

বিবিসি বাংলা জানায়, লিন কুই ছিলেন গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

একটি বিবৃতিতে সাংহাই পুলিশ জানিয়েছে, এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে।

এই গেম নির্মাতার সব মিলিয়ে একশ’ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।

এই মৃত্যুর ঘটনার পর তার প্রতিষ্ঠানের কর্মী এবং সাবেক কর্মী ইয়োজুর অফিসের সামনে সমবেত হন।

কোম্পানির ওয়েবসাইটের প্রাতিষ্ঠানিক ওয়েইবো সাইটেও একটি আবেগী শোকবার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিদায় হে যুব। আমরা আবার একত্র হবো, একে অপরের প্রতি সদয় থাকবো, ভালোতে বিশ্বাস রাখবো এবং সব খারাপের বিরুদ্ধে লড়াই করে যাবো।’

এই বার্তায় হাজার হাজার মন্তব্য পড়েছে এবং ২৯ কোটি বার ওয়েইবোতে (চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম) দেখা হয়েছে।

গেম অব থ্রোনসের বাইরেও ইয়োজু ‘ব্রাউল স্টারস’ নামের আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here