করোনা নিয়ে প্রতিবেদন, চীনা সাংবাদিকের ৪ বছরের জেল

0
0

উহানের করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন করায় চীনা এক সাংবাদিকের চার বছরের জেল হয়েছে। দেশটির সাংহাই আদালত এই রায় দিয়েছে।

চীনের উহানেই সর্ব প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঝ্যাং ঝান নামে ঐ সাংবাদিককে ‘সংঘাত তৈরি এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দেয়া’র অভিযোগে এই শাস্তি দেয়া হয়েছে।

৩৭ বছর বয়সী ওই সাবেক আইনজীবীকে গত মে মাসে আটক করা হয়। এবং তিনি কয়েক মাস অনশনে ছিলেন। তার স্বাস্থ্যের অবস্থা শোচনীয়। এমনটি জানিয়েছেন ঝ্যাং ঝানের আইনজীবী।

উহান নিয়ে প্রতিবেদন করায় যেসব সাংবাদিক সমস্যায় পড়েছেন ঝ্যাং ঝান তাদের মধ্যে একজন।

অভিযোগে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে উহানে যান ঝ্যাং ঝান এবং সেখানে প্রাদুর্ভাব নিয়ে সরাসরি সম্প্রচার করেন। তার প্রতিবেদন বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে শেয়ার ও ভাইরাল হয়।

এরপরই চীনা প্রশাসনের রোষানলে পড়েন ঝ্যাং ঝান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সেইসঙ্গে দেশটিতে কেউ সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে তাকে দমন নিপীড়নের শিকার হতে হয়। বিবিসি, এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here