করোনা: চীনে নতুন করে শনাক্ত ২২

0
17

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। এরইমধ্যে শুরু হয়েছে প্রাণঘাতি এই ভাইরাসের দ্বিতীয় ওয়েভ। আবার চীনে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে ২২ জন। এর মধ্যে স্থানীয়ভাবে সংক্রামিত হয়েছেন ১২ জন। আর বাকি ১০ জন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ২৭ ডিসেম্বর চীনের স্বাস্থ্য কমিশন থেকে জানানো হয়, দেশটিতে স্থানীয়ভাবে সংক্রমিতদের মধ্যে ৫ জন বেইজিংয়ের নিকটবর্তী সুয়েনি জেলার। বাকি ৭ জন দেশটির উত্তর-পূর্ব প্রদেশের লিয়াওনিংয়ের বাসিন্দা। এছাড়াও উপসর্গহীন আরো ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

উপসর্গহীনদের মধ্যে সুয়েনি এলাকার একজন ট্যাক্সিচালকসহ ৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত। তবে চীন উপসর্গহীন এসব রোগীদের তথ্য মোট সংক্রমণের সঙ্গে যুক্ত করছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here