মানুষে মানুষে দূরত্ব বাড়িয়েছে করোনা। এই মরণঘাতি ভাইরাস থেকে সুরক্ষায় দূরত্ব থাকাটা স্বাভাবিক হলেও সমন্বিত উদ্যোগ মহামারি থেকে রক্ষা করতে পারবে পুরো বিশ্বকে। আর সেই চেষ্টাই করে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানী, ওষুধ কোম্পানিসহ সংশ্লিষ্টরা। দ্রুত ভ্যাকসিন পোঁছানোসহ টিকা প্রদানে এবার ঐক্যের পরিচয় দিলো ইউরোপিয় ইউনিয়ন বা ইইউ।
ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ইইউ-র ২৭টি সদস্য দেশে পাঠানো হয়েছে এরইমধ্যে। আজ থেকে শুরু হলো প্রয়োগ।
সম্প্রতি ইইউ-এর প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন জানান, ২৭ ডিসেম্বর থেকে টিকাকরণ শুরু হয়ে যাবে সদস্য দেশগুলোতে। গতকালও তিনি জানিয়েছেন, আজকের মধ্যে সব দেশে ফাইজার-বায়োএনটেক কোভিড ভ্যাকসিন পৌঁছে গেছে। কিছু দেশ অপেক্ষা না-করে টিকা দেওয়া শুরু করে দিয়েছে। যেমন, জার্মানি, হাঙ্গেরি, স্লোভাকিয়া। জার্মানিতে প্রথম টিকা দেওয়া হয় বৃদ্ধাশ্রমের বাসিন্দা ১০১ বছরের এক বৃদ্ধাকে।
ইইউ-এর ২৭টি দেশে ৪৪ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। ‘ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি’ (ইএমএ) এবং ‘দ্য ইউরোপিয়ান কমিশন’ ছাড়পত্র দিতেই টিকাকরণ শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইইউ। ইতিমধ্যেই টিকা প্রস্তুতকারী একাধিক সংস্থার থেকে ২০০ কোটিরও বেশি ডোজ কেনার চুক্তি সেরে রেখেছে তারা। সাড়ে ৪৪ কোটি জনসংখ্যার জন্য যা প্রয়োজনের থেকেও বেশি।
রোবাবার ইইউ-এর প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন টুইট করেন, ‘একটা কঠিন বছরের পাতা উল্টোচ্ছি। সব দেশে কোভিড ভ্যাকসিন পাঠানো হয়ে গিয়েছে। একতাবোধের স্মরণীয় মুহূর্ত। এই মহামারি থেকে বেরোনোর একমাত্র পথ টিকাকরণ।’
ইইউ-এর প্রেসিডেন্টের দেশ এবার জার্মানি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান বলেন, ‘‘বড়দিনের সবচেয়ে বড় সুখবর এটি। মহামারিকে পরাস্ত করতে ভ্যাকসিন হল আসল চাবিকাঠি। স্বাভাবিক জীবনে ফেরার একমাত্র রাস্তা।’’
ইটালির পররাষ্ট্রমন্ত্রী সবাইকে টিকা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘এ ভাবেই আমরা স্বাধীনতা ফিরে পাব। ফের একে অপরের কাছে আসতে পারব।’’
এখন পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজারের বেশি মৃত্যু হয়েছে ইইউ-র অন্তর্ভূক্ত দেশগুলোয়। সংক্রমিত ১ কোটি ৪০ লাখের বেশি। বেশির ভাগ দেশেই লকডাউন চলছে। ভ্রমণ নিষেধাজ্ঞা, কোথাও কোথাও জারি রয়েছে কারফিউ।
এ বছর বড়দিনের উৎসব ঘরেই কাটিয়েছেন খ্রিস্টান ধর্ম অধ্যুষিত রাষ্ট্রের নাগরিকরা। এরমাঝেই ইউরোপজুড়ে ভাইরাসের নতুন ধরনের সংক্রমণের আতঙ্ক বিরাজ করছে। ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে সব দেশ। ইউরোপের অন্তত ৮ টি দেশে ‘ব্রিটেন-স্ট্রেন’ ধরা পড়ে। এ ছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, লেবানন ও জাপানেও পাওয়া গেছে ভাইরাসের নতুন ধরনের সন্ধান। তবে এটির সংক্রমণ ক্ষমতা বেশি হলেও মারণ ক্ষমতা বৃদ্ধির খবর এখনও অজানা। তবে অনেকেই উপসর্গহীন রোগী বলছেন চিকিৎসকরা।
নতুন ধরনের সংক্রমণের আতঙ্কে জাপানেও শনিবার থেকে সাময়িক ভাবে দেশে বিদেশি নাগরিক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। একমাত্র যে সমস্ত বিদেশি জাপানের বাসিন্দা, তাঁদের ছাড় দেওয়া হবে। জানুয়ারির শেষ পর্যন্ত এই কড়াকড়ি চলবে বলে জানা গেছে।
নতুন স্ট্রেন নিয়ে যখন ভয় বাড়ছে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাসই শেষ নয়। জলবায়ু পরিবর্তন, বন্যপ্রাণী হত্যা— এ সব না রুখলে মানুষের স্বাস্থ্য সঙ্কটও কাটবে না।
রোববার বিশ্বের প্রথম “ইন্টারন্যাশনাল ডে অব এপিডেমিক’ পালন করে সংস্থাটি। সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম রাষ্ট্রশক্তিগুলোর সমালোচনা করে বলেন, ‘‘স্রেফ অর্থ ঢেলে কাজ সেরে ফেলা বিপজ্জনক অদূরদর্শিতা। পরবর্তী মহামারির জন্য