করোনাভাইরাসে তিতুমীর কলেজের অধ্যাপকের মৃত্যু

0
27

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার দিনগত রাত ২টার দিকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৮ ডিসেম্বর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে সাইফুল হকের। অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে তিনি মারা গেছেন।

অধ্যাপক সাইফুল হকের ছোট ভাই টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) জাহিদুল হাসান জানান, শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তার ভাই।

গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here