১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি দেবে সরকার

0
23

নিজস্ব প্রতিবেদক: মুজিব বর্ষ উপলক্ষ্যে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে বাড়ি নির্মাণ করে দেবে সরকার। আগামী বছর জুন মাসের মধ্যে সারাদেশের এমন অসচ্ছল ১৪ হাজার বীর মুক্তিযোদ্ধা বাড়ি পাবে। একইসাথে ৪০০ বীরাঙ্গনার জন্যও বাড়ি নির্মাণ করা হবে। এদিকে, আগামী ২৬শে মার্চ মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কথা জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করে অমুক্তিযোদ্ধাদের পুরনো তালিকা থেকে বাদ দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ২০১৪ সালে উদ্যোগ নেয়। এজন্য অনলাইনে আবেদন নেয় হয়। এরপর সারাদেশে ৪৭০টি উপজেলা, জেলা এবং মহানগর কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। অনলাইনে এবং সরাসরি আবেদন যাচাই বাছাইয়ের কাজ শুরু হয় ২০১৭ সালের জানুয়ারীতে। যাচাই বাছাইয়ে অনিয়মের অভিযোগ উঠায় তালিকা তৈরীর কাজ কিছুদিন স্থগিত থাকে। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে আবার কাজ শুরু হয়।

বীর মুক্তিযোদ্ধাদের পূর্নাঙ্গ তালিকা প্রকাশের জন্য কয়েক দফা সময় বাড়িয়ে এখনও তা পারেনি মন্ত্রনালয়। আবারও তালিকা প্রকাশের সময় নিলেন মন্ত্রী।

এদিকে, মুজিব বর্ষ উপলক্ষ্যে সারাদেশের অসচ্ছল ১৪ হাজার বীর মুক্তিযোদ্ধার জন্য বাড়ি নির্মানের প্রকল্প নিয়েছে সরকার। এজন্য খরচ হবে, প্রায় দুই হাজার কোটি টাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানালেন, মুক্তিযোদ্ধা এবং তাঁর পরিবারের সামাজিক মর্যাদা এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকারের এই উদ্যোগ।

এছাড়া, বর্তমানে যে ৪০০ বীরাঙ্গনা রয়েছেন তাদের জন্যও এক তলার বাড়ি নির্মান করবে সরকার। এজন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৭০ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here