ফের ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরীয় বাহিনী

0
0

সিরিয়ার হামা প্রদেশের ওপর ইসরাইল আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা প্রতিহত করেছে।

বৃহস্পতিবার রাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলি জঙ্গিবিমান এই হামলা চালায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত ১২টা ৪০ মিনিটের সময় ইসরাইলি ওই হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি শহরের আকাশ ব্যবহার করে ইসরাইলের বিমান থেকে হামা প্রদেশের মাসইয়াফ এলাকায় হামলা চালানো হয়। তবে সিরিয়ার সেনারা ইসরায়েলের সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সফলতার সঙ্গে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ফুটেজ প্রকাশ করা হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামা প্রদেশের মাসইয়াফ এলাকায় মোতায়েন সামরিক বাহিনী ও মিত্র যোদ্ধাদরে লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here