নিজস্ব প্রতিবেদক: সারা বিশ্বের মানুষের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তির প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। একই সঙ্গে অতিমারি করোনা ভাইরাস থেকে বিশ্বকে মুক্ত করারও প্রার্থনা চলছে গির্জায় গির্জায়। আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গির্জা ও উপাসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আচার শুরু হয়েছে। করোনার কারনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো হয় গির্জায়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সবার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
সময়ের ভেলায় চড়ে এসেছে কাঙ্খিত ক্ষণ বড়দিনের উৎসব। গির্জার চূড়ার বর্ণিল ক্রুশ। ছড়াচ্ছে ভালোবাসা আর পবিত্রতার দ্যুতি। কিন্তু বৈশ্বিক মহামারি পাল্টে দিয়েছে চেনা দৃশ্য-চেনা সুর। আমেজহীন অচেনা এক উৎসবের ভিড়, চিরায়ত আনন্দমঠে। যেখানে নেই, কোলাহলের প্রাণের বন্ধন। আছে শুধু রোগমুক্তি আর করোনার থাবা থেকে স্রষ্টার কাছে বাঁচার আকুতি।
প্রার্থনা সঙ্গীতে মুখর প্রাঙ্গন। তবে তাতে মিশে মহামারীর দীর্ঘ লড়াইয়ের ক্লান্তি। ছিলনা কেককাটা, যিশুকে চুম্বন দেয়া, এবার শুধু প্রণাম জানিয়ে বিদায় নিতে হয়েছে ভক্তদের। উৎসবের কোলাহল আজ পরিণত রোগাক্রান্তের মঙ্গল কামনায়।
দর্শনার্থীর দীর্ঘ স্রোত এবার অনেকটাই ফিঁকে। অতিমারির কারনে এমন বড়দিনের প্রস্তুতিতেও তাই সচেতনতার ছাপ। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটে।
ভক্তদের প্রার্থনাতেও এসেছে পরিবর্তন। বিশ্ব হোক অতিমারিমুক্ত, আবারও শ্বাস নেয়া যাক নির্মল বাতাসে- নিষ্পাপ যীশুর জন্মদিনে এবার এই আশায় বুক বেঁধেছেন বিশ্বের খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।
আয়োজন সীমিত পরিসরে হলেও গির্জাগুলোর নিরাপত্তায় ঘাটতি রাখেনি আইনশৃঙ্খলা বাহিনী। ফুল দিয়ে বড় দিনকে বরণ করেন পুলিশ সদস্যরা।
করোনা অতিমারির মধ্যেও বড় দিনটিকে আনন্দময় এবং রঙিন করে তুলতে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর প্রায় সবগুলো অভিজাত হোটেলেই আয়োজন করা হয় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান। হোটেলের লবিগুলো বর্ণিলভাবে সাজানো হয়েছে উৎসবপ্রেমীদের জন্য। বাহারী ক্রিসমাসট্রি, নয়নাভিরাম ফুলের সজ্জা অন্যরকম আনন্দের খোরাক জোগায়।
মানবজাতিকে নানা অনাচার থেকে মুক্তি দিতে ২ হাজার বছর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের এক গোশালায় কুমারী মাতা মেরীর কোল আলোকিত করে আসেন যিশু খ্রিস্ট।
বড়দিন উপলক্ষে রাজধানীজুড়ে চার স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। বর্নিল আলোকসজ্জায় সাজানো হয়েছে গীর্জা, অভিজাত হোটেল, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে, যিশু খ্রিস্টের জন্মদিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।