সিএমএম আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, বিচারকাজ বন্ধ

0
0

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ে শুনানি না করে আইনজীবীকে কাঠগড়ায় আটকে রাখার ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বিক্ষোভ করছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারকাজ সাময়িক বন্ধ রয়েছে।

আইনজীবীদের অভিযোগ, গতকাল সকালে সিএমএম আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূরের আদালতে মামলা করতে যান আইনজীবী রুবেল আহমেদ। প্রথমে পেশকার জানান, সকাল সাড়ে ১০টার দিকে আদালত বসবে। কিন্তু সেসময় আদালত শুরু হয়নি। এরপর ১১টার দিকেও আদালত না বসলে আইনজীবী নির্দিষ্ট সময় জানতে চান।

এর কিছু পর আদালত বসে। তখন মামলার কার্যক্রমের শুরুতেই ওই আইনজীবীর বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে পরে শুনানি করার কথা জানান বিচারক। এরপর পুলিশ ওই আইনজীবীকে দুই ঘণ্টা কাঠগড়ায় আটকে রাখে।

এই ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবাদ ও সংশ্লিষ্ট বিচারকের অপসারণ দাবি করে আজ সকাল থেকে সিএমএম আদালত চত্বরে বিক্ষোভ করছেন আইনজীবীরা। তারা জানান, একজন আইনজীবীকে তার শুনানি না শুনে দুই ঘণ্টা আটকে রাখার ঘটনাটি গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা আদালতের বিচারকাজকে ব্যাহত করবে।

এদিকে, এ ঘটনার কোনো সুরাহা না হওয়া পর্যন্ত আইনজীবীরা প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here