বৃহস্পতিবার থেকে টিকা দেওয়া শুরু করবে মেক্সিকো

0
0

ফাইজার-বায়োএনটেক থেকে টিকার প্রথম ব্যাচ পাওয়ার পরদিনই বৃহস্পতিবার করোনাভাইরাসের (কভিড-১৯) গণটিকাদান শুরু করবে মেক্সিকো।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির হেলথ আন্ডার সেক্রেটারি হুগো লোপেজ গাতেই এ কথা জানান। খবর: এএফপি।

তিনি টুইটারে বলেন, ‘আগামীকাল বুধবার (স্থানীয় সময়) সার্স-কভ-২ এর বিরুদ্ধে ফাইজারের টিকার প্রথম চালান পৌঁছাবে। … বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর টিকাদান শুরু হবে।’

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম মেক্সিকো। সংক্রমণ হার অনুযায়ী দেশটিতে করোনায় মৃত্যু অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।

ওয়ার্ল্ডো মিটারের বুধবারের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় দেশটিতে ১৩ লাখ সাড়ে ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ১ লাখ সাড়ে ১৯ হাজার মানুষ।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৭ কোটি ৮৩ লাখ ৬২ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে ১৭ লাখ ২৩ হাজার ৮৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ কোটি ৫১ লাখ ২৩ হাজারের বেশি রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here